সংবাদ সারাদেশসারাদেশ

এবারের অস্কারের মনোনয়ন তালিকা

সংবাদ চলমান ডেস্ক:  চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সোমবার মনোনয়ন পাওয়া সিনেমা ও ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জোকারের পাল্লাই সবচেয় ভারী। ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জোকার। আগামী ৯ ফেব্রুয়ারী বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯২তম আসর বসবে। সেদিন চূড়ান্ত বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরষ্কার।

সেরা চলচ্চিত্র

১. ফোর্ড ভার্সেস ফেরারি; ২. ১৯১৭; ৩. জোজো র‍্যাবিট ;  ৪. জোকার; ৫. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৬. দ্য আইরিশম্যান;  ৭. ম্যারিজ স্টোরি; ৮. লিটল উইম্যান; ৯. প্যারাসাইট।

সেরা পরিচালক

১. স্যাম মেন্ডেজ (১৯১৭);  ২. কুয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড);  ৩. মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান); ৪. বং জুন-হো (প্যারাসাইট); ৫. টড ফিলিপস (জোকার)।

সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম

১. প্যারাসাইট (সাউথ কোরিয়া);  ২. পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন); ৩. লা মিজারেভ (ফ্রান্স); ৪. কর্পাস ক্রিস্টি (পোল্যান্ড); ৫. হানিল্যান্ড (নর্থ ম্যাকেডনিয়া)

সেরা অভিনেতা

১. ওয়াকিন ফিনিক্স (জোকার/আর্থার ফ্লেক-জোকার); ২. অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি — চার্লি বারবার); ৩. জনাথন প্রাইস (দ্য টু পোপস — পোপ ফ্রান্সিস); ৪. আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি — সালভাদর মালো); ৫. লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড — রিক ডালটন)।

সেরা অভিনেত্রী

১. রেনে জেলওয়েগার (জুডি — জুডি গারল্যান্ড); ২. শার্লিজ থেরন (বম্বশেল — মেগান কেলি); ৩. স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি — নিকোল বারবার)
৪. সার্সা রোনান (লিটন উইম্যান — জোসেফিন ‘জো’ মার্চ); ৫. সিনথিয়া এরিভো (হ্যারিয়েট — হ্যারিয়েট টাবম্যান)

সেরা পার্শ্বঅভিনেতা

১. ব্রাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড — ক্লিফ বুথ); ২. টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড — ফ্রেড রজারস); ৩. অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস — পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ); ৪. এল পাচিনো (দ্য আইরিশম্যান – জিমি হফা); ৫. জো পেশি (দ্য আইরিশম্যান – রাসেল বাফালিনো)।

সেরা পার্শ্বঅভিনেত্রী

১. লরা ডার্ন (ম্যারিজ স্টোরি — নোরা ফ্যান্‌শ); ২. মার্গোট রবি (বম্বশেল — কায়লা পসপিসিল); ৩. ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল — বারবারা ‘ববি’ জুয়েল); ৪. স্কারলেট জোহানসন (জোজো র‍্যাবিট — রোজি বেজলার); ৫. ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান — অ্যামি মার্চ)

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে

১. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (কুয়েন্তিন তারান্তিনো); ২. নাইভস আউট (রিয়ান জনসন); ৩. ম্যারিজ স্টোরি (নোয়াহ বৌমবাক); ৪. ১৯১৭ (স্যাম মেন্ডেল, ক্রিস্টিন; ৫. প্যারাসাইট (বং জুন-হো, হান জিন-ওন)।

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে

১. জোকার (টড ফিলিপ, স্কট সিলভার); ২. লিটল উইম্যান (গ্রেটা গেরউইগ); ৩. দ্য আইরিশম্যান (স্টিভেন জাইলিয়ান); ৪. দ্য টু পোপস (অ্যান্থনি ম্যাককার্টেন); ৫. জোজো র‍্যাবিট (তাইকা ওয়াইতিতি)।

সেরা সিনেমাটোগ্রাফি

১. ১৯১৭ — রজার ডিকিনস; ২. জোকার — লরেন্স শের; ৩. দ্য লাইটহাউজ — জারিন ব্লাশকে; ৪. দ্য আইরিশম্যান — রদ্রিগো প্রিয়েতো; ৫. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড — রবার্ট রিচার্ডসন।

সেরা ফিল্ম এডিটিং

১. প্যারাসাইট; ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. জোজো র‍্যাবিট; ৪. দ্য আইরিশম্যান; ৫. জোকার।

সেরা অরিজিনাল স্কোর

১. জোকার — হিলদুর গোনাডত্যুর; ২. লিটন উইম্যান — আলেক্সান্ডার ডেসপ্লা; ৩. ১৯১৭ — থমাস নিউম্যান; ৪. ম্যারিজ স্টোরি — র‍্যান্ডি নিউম্যান; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার — জন উইলিয়ামস।

সেরা ভিজ্যুয়াল এফেক্টস

১. ১৯১৭; ২. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম; ৩. দ্য আইরিশম্যান; ৪. দ্য লায়ন কিং; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার।

সেরা প্রোডাকশন ডিজাইন

১. ১৯১৭; ২. প্যারাসাইট; ৩. দ্য আইরিশম্যান; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. জোজো র‍্যাবিট।

সেরা সাউন্ড এডিটিং

১. ১৯১৭;  ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. জোকার; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার।

সেরা সাউন্ড মিক্সিং

১. ১৯১৭; ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. অ্যাড অ্যাস্ট্রা ; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. জোকার।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

১. মিসিং লিংক;  ২. ক্লাউস; ৩. আই লস্ট মাই বডি; ৪. হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড; ৫. টয় স্টোরি ৪।

সেরা অরিজিনাল সং

১. (আই অ্যাম গোনা) লাভ মি অ্যাগেইন — রকেটম্যান ২. ইনটু দ্য আননোন — ফ্রোজেন ২; ৩. আই অ্যাম স্টান্ডিং উইথ ইউ — ব্রেকথ্রু; ৪. স্ট্যান্ড আপ — হ্যারিয়েট; ৫. আই কান্ট লেট ইউ থ্রো ইউওরসেলফ অ্যাওয়ে — টয় স্টোরি ৪।

সেরা কস্টিউম ডিজাইন

১. দ্য আইরিশম্যান;  ২. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ; ৩. জোজো র‍্যাবিট; ৪. জোকার; ৫. লিটন উইম্যান

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল

১. জোকার; ২. বম্বশেল; ৩. জুডি; ৪. ১৯১৭; ৫. ম্যালেফিসেন্ট: মিস্ট্রেস অব ইভিল

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button