রাজশাহী সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরকারী সেই কনস্টেবল প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদকে মারধকারী পুলিশ কনস্টেবলকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার নগরীর মতিহার থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।
ওই কনস্টেবলের নাম মো. নাদিম। সে রাজশাহী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন।
ওসি হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের পর কনস্টেবল নাহিদকে সব ধরনের দায়িত্ব থেকে আপাতত প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেলের কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে নাহিদকে মারধর করে কনস্টেবল নাদিম। এ ঘটনায় শিক্ষার্থীরা তৎক্ষণাত বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটে জড়ো হয়ে ওই কনস্টেবলের শাস্তি দাবি করেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে ওই কনস্টেবলের পক্ষে পুলিশ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।