রাজশাহী সংবাদ

রাজশাহীর আদালত চত্বরে জমে থাকা পানি সরাতে ফায়ার সার্ভিস

রাজশাহীর আদালত চত্বরে জমে থাকা পানি সরাতে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর আদালত চত্বরে জমে থাকা বৃষ্টির পানি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বেলা সাড়ে ১১টার দিকে দ্রুত বিচার ট্রাইবুনালের সামনে কাজ করতে দেখা যায় সার্ভিসের সদস্যদের।

কয়েকজন আইনজীবী  জানান, একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। দীর্ঘ দিন ধরে জমে থাকে পানি। এই এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। এছাড়া আদালত চত্বরে যে ড্রেনগুলো আছে তাও স্বচল নেই।

দীর্ঘদিন আগেই ভরে গেছে। তাই বৃষ্টির পানি নামতে পারে না। ফলে জমে থাকে পানি। পানি জমে থাকায় দুর্ভোগে পড়তে হয় আদালতে আসা মানুষদের। শুধু তাই বেকায়দায় পড়েত হয় আইনজীবী ও বিচারকদের। তাদের পানি কাঁদা ভেঙে আসতে হয় আদালতে।

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা জানায়, আসামিদের আদালতে আসতে বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়। অনেক সময় জুতা পড়েই পানিতে নামতে হয়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায়।

স্থানীয়রা জানায়, আদালত চত্বরের রাস্তাগুলো নিচু হয়ে গেছে ভবনগুলো থেকে। এছাড়া রাস্তাগুলো অনেক বছর সংস্কারের কাজ করা হয়। শুধু তাই নয় আদালত চত্বরজুরে যে ড্রেনগুলো ছিলো তার বেশির ভাগ এখন বন্ধ হয়ে গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button