রাজশাহী সংবাদ
রাজশাহীতে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে নওদাপাড়া ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহমুখদুম ওমরপুর এলাকার মৃত আবেজ উদ্দিনের ছেলে সিরাজুল (৫০), পবার মাঝিগ্রামের রতন (২২), একই গ্রামের রবিউলের ছেলে রাসেল (২২), বড়বন গ্রাম চকপাড়া এলাকার মন্টুর স্ত্রী সালমা (৪০)।
স্থানী সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানা ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল আর আটোরিকশার সংঘর্ষ ঘটে। মোটসাইকেলে ছিলো রতন আর সিরাজুল। অটোরিকশা ছিলো সালমা আর রাসেল।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।