রাজশাহীতে বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ রোববার গভীর রাতে ও সকালে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে মতিহার থানার মিডিল চর নামক এলাকায় টহল চালায়। এ সময় ২ টি প্লাস্টিকের বস্তায় ২২৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৬২০ টাকা।
অপরদিকে সকাল সাড়ে ৮ টার দিকে আলাইপুর বিওপি’র সুবেদার আবু তালেব তার সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা থানার পদ্মা নদীর চর নামক এলাকায় টহল চালায। এ সময় ইঞ্জিন চালিত নৌকা থেকে ৩ হাজার ৩৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে যার আনুমানিক সিজার মূল্য ১১ লাখ টাকা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে জানায় বিজিবি।