মোহনপুররাজশাহী সংবাদ
মোহনপুরে গৃহবধৃকে ধর্ষণের নগ্নছবি ভাইরাল : ধর্ষক গ্রেফতার
রোববার গৃহবধৃকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ৬/৭ মাস পূর্বে উপজেলার খয়রা সীমাকোলা গ্রামের সাহেব আলীর ছেলে রনি হোসেন একই উপজেলায় এক গৃহবধুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে । প্রেমের সূত্র ধরে ২০ জানুয়ারি রাত ১০ টার দিকে গৃহবধূর বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করে রনি। পরে ধর্ষণের নগ্নছবি মোবাইল ফোনে ধারণ করে।
এ ঘটনায় শনিবার রাতে গৃহবধৃ বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওসি জানান আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।