বাগমারারাজশাহী সংবাদ
বাগমারায় ভুয়া ওষুধ তৈরির কারখানার সন্ধান, ৩০ হাজার টাকা জরিমানা
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় একটি বাড়িতে ভুয়া ওষুধ কারাখানার সন্ধান পেয়ে বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার বড় বিহানালী এলাকার আসাদুজ্জামান জামালের (৫০) বাড়িতে অভিযান চালিয়ে মালিকসহ এসব মালামাল আটক করা হয়। দীর্ঘ দিন থেকেই সেই বাড়িতে ওষুধ তৈরি করে বিভিন্ন কোম্পানীর লেভেল লাগিয়ে বিক্রয় করা হচ্ছিল বলে জানা গেছে।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ।
এদিকে বাজারে লবনের দাম বেশি নেয়ার অভিযোগে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজারে ও থানার আশে পাশে সন্ধ্যায় লবণের দাম নিয়ে বিভ্রান্তিতে কান না দেয়ার মাইকিং করতে দেখা গেছে।