বাগমারারাজশাহী সংবাদ
বাগমারার তাহেরপুরে অবৈধ ইট ভাটা গুড়িয়েদিলেন পরিবেশ অধিদপ্তর
গতকাল রববার সকাল থেকে বিভিন্ন অবৈধ ইটভাটায় রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মামুনুর রশিদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাহেরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার এম.এম.বি ইটভাটা বোলডোজার দিয়ে গুড়ি দিয়ে মালিক আঃ সালামকের ৩০০০ টাকা জরিমানা করা হয়।
গোয়ালকান্দি ইউনিয়নের আরঙ্গবাদ গ্রামের এ.কে ইটভাটা বোলডোজার দিয়ে গুড়ি দিয়ে মালিক আঃ কাদের কে ১০০০০ টাকা জরিমানা করা হয়। কামারখালী গ্রামের জলি ইটভাট কে বোলডোজার দিয়ে গুড়ি দিয়ে মালিক আবুল কালাম আজাদের ১০০০০ টাকা জরিমানা করা হয়।
এই তিনটি ভাটায় মোট ২৩০০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলায় এলাকার মানুষ খুশিহয়েছেন ও স্বস্থি প্রকাশ করেন।