দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
দুর্গাপুরে প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিবাধ্যকে সামনে রেখে দুর্গাপুরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক ও রাহিদুল ইসলাম,দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এ মেলায় উপজেলার ১০টি স্কুল ও কলেজ অংশ গ্রহন করেন।