দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে জনতার হাতে এক প্রতারক আটক
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে প্রতারনার টাকা সহ জনতার হাতে আটক হয়েছে এক প্রতারক। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সেই প্রতারকে অাটক করে স্থানীয় জনতা। কথিত সেই প্রতারক উপজেলার পুরানতাহিরপুর এলাকার সিরাজের ছেলে সেলিম(৪৫)।
জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর বাজারে অবস্থিত আল্লাহর দান পান আড়ৎ হতে মঙ্গলবার দুপুরে
পান বিক্রয় না করেই ভূয়া নামে স্লিপ দিয়ে, আড়ৎ থেকে ২৫০০ টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায় সে ।
পান আড়ৎতের মালিক মোঃ হাসেম আলী তার হিসেব নিকাশ করে তার হিসেব এর খাতায় গড়মিল দেখে তার আড়ৎতের সিল্প যাচাই করে টাকা হারানোর বিষয়টি বুঝতে পারে।
পরে প্রতারকের সন্ধানে খোঁজাখুঁজি শুরে করে স্থানীয় লোকদের সাহায্য নিয়েই সেই প্রতারক সেলিমকে আটক করে জনতা। এর আগেও বেশ কয়েকবার চুরি ও প্রতারনা করে ধরাও পড়েছে বলে ও সিকারোক্তী দিয়েছে সেই প্রতারক।