দূর্গাপুররাজশাহী সংবাদ

দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাকোয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় কলেজ ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভিকটিম রাতে পড়াশোনা শেষে ঘুমিয়ে পড়ে। এ সময় বাড়ির প্রাচীর টপকে পিয়ারুলসহ তার সহযোগীরা ভিকটিমের ঘরে ঢুকে মুখ চেপে ধরে শরীরের পোশাক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম চিৎকার দিলে পিয়ারুলসহ তাদের সহযোগীরা পালিয়ে যায়।

এর আগে উপজেলার সাকোয়া গ্রামের পিয়ারুল, ফারুক হোসেন, নবী ইসলাম, মাহাবুর রহমান কলেজছাত্রী (ভিকটিম) কে কলেজে যাওয়ার পথে যাওয়ার পথে মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিতেন। এতে ভিকটিম তাদের প্রস্তাবে রাজি না হয়ে বিভিন্ন সময়ে তাদেরকে গালমন্দ করেন। এরই জেরে তারা ওই ছাত্রীকে ধষণ চেষ্টা চালায় বলে জানা গেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, কলেজছাত্রীকে রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button