তাহেরপুর রিক্রিয়েশান ক্লাবে ৩৪ তম চক্ষুশিবির উদ্বোধন
জীবন: রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার উদ্দোগে ৩৪ তম চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌরসভার মেয়র ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবছর এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায় তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব এর কার্যালয়ে আয়োজন করা হয়। এখানে চোখের চিকিৎসা ছাড়াও সানি অপারেশন করা হবে, ক্লাবের ৬৫ জন সদস্য এতে সহযোগিতায় করেন।
তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর রিক্রিয়েশান ক্লাবের সভাপতি মুহাঃ তোফাজ্জল হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃসেলিম রেজা, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার সাত্তার প্রাং,তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সত্যজিৎ রায় তোতা, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সরদার সহ ক্লাবের সকল সদস্যগণ।