চারঘাটরাজশাহী সংবাদ
চারঘাটে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৫৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার রাত পৌনে ৮টার দিকে চারঘাট থানাধীন শিবপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
এ সময় তার নিকট থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ শফিকুল ইসলাম থানা-চারঘাট থানাধিন শিবপুর গ্রামের মৃত: রইচ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, আটককৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।