সারাদেশ

চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৬ কিশোর

লক্ষ্মীপুর সংবাদদাতা: মসজিদে গিয়ে নামাজ আদায়ে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে পুরস্কার ঘোষনা করেছিল মসজিদ কমিটি। এতে সাড়া দিয়েছে ৪৩ জন কিশোর। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে তারা।

রোববার রাতে ওই কিশোরদের হাতে সাইকেল- স্কুল ব্যাগ-জ্যামিতি বক্স তুলে দেয় লক্ষ্মীপুর সদরের রোকনপুর গ্রামের রোকনপুর জামে মসজিদ কমিটি।

ওই গ্রামের মুসল্লি মো. কামরুল হোসেন জানান, মসজিদ কমিটির এমন উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে আগ্রহ বেড়েছে। এতে সমাজ থেকে অপরাধ দূর হবে।

রোকনপুর জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান মারুফ জানান, ১ জানুয়ারি এ পুরস্কার ঘোষণা করা হয়। ঘোষণায় সাড়া দিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৬ কিশোরকে সাইকেল, ১৪ জনকে স্কুল ব্যাগ, ১৩ জনকে জ্যামিতি বক্স পুরস্কার দেয়া হয়েছে। এ কার্যক্রম ঈদুল ফিতর পর্যন্ত চলমান থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button