বগুড়াসংবাদ সারাদেশ

আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

ইফাদ গ্রুপের লুট হওয়া ৪৫ লাখ টাকার মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ।মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এডিশনাল এসপি (প্রশাসন) আলী হায়দার চৌধুরী।

এর আগে গত ২২ এপ্রিল রাতে মালামালসহ প্রতিষ্ঠানটির কাভার্ডভ্যান লুট করা হয়।গ্রেফতাররা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. ইয়াছিন আলী, ঢাকা মিরপুর এলাকার মো. সোলাইমান মিয়া, বরগুনার সদর উপজেলার বৈরেরচড় এলাকার মো. দুলাল মিয়া ড্রাইভার, মাগুরার শালিখা উপজেলার মধুখালি গ্রামে মো. শামিম আহম্মেদ এবং নরসিংদীর চন্দনপুর উপজেলার হারিসাংগান গ্রামের মো. রাসেল খান সুজন।

এডিশনাল এসপি আলী হায়দার চৌধুরী বলেন, সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে মো. জমসের প্রামাণিকের বাড়ি থেকে প্রতিষ্ঠানটির লুট হওয়া মালামাল উদ্ধার করে জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় ঘটনাস্থলে কাভার্ডভ্যান পাওয়া না গেলেও ইয়াছিন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে শিবগঞ্জের মোকামতলা এলাকা এবং ধুনট উপজেলার পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্যমতে সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজার থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।তিনি বলেন, ইফাদ গ্রুপের লুট হওয়া কাভার্ডভ্যানে প্রায় পাঁচ লাখ টাকার খাদ্যসামগ্রী ছিল। আর ওই কাভার্ডভ্যানের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। সবকিছুই উদ্ধার করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button