রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ শাখার মানববন্ধন অনুষ্ঠিত

মোমিন ওয়াহিদ হিরো:

সম্প্রতি রাজশাহীতে বেকারি মালিকদের ভোক্তা অধিকার অফিসের সামনে অবস্থান নেয়ার চেষ্টাকে ভোক্তা অধিকার বিরোধী তৎপরতা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এ শিক্ষার্থীরা বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল মেশাতে না পারে, সেজন্য ভোক্তা অধিকারের পাশে দাঁড়ানো প্রয়োজন। অথচ কিছু ব্যবসায়ী ন্যাক্কারজনকভাবে অভিযান বাধাগ্রস্ত করছে। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। 

এ সময় অনিয়ম দূরীকরণে জোড়ালো অভিযান বাড়ানোর আহ্বান জানায় সংগঠনটির সদস্যরা।

গত ২৭ অক্টোবর রাজশাহী নগরীর কিছু ব্যবসায়ী ভোক্তা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপির মাধ্যমে নীতিমালা মেনে অভিযান চালানোর দাবি জানায় ব্যবসায়ীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button