সংবাদ সারাদেশসারাদেশ

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সীমানা ঘেঁষা চরকিশোরগঞ্জ এলাকা থেকে আল আমিন নামে এক অটোচালকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভপুরা ইউনিয়নের মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল আমিন মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লার চর এলাকার মোহাম্মদ ইউসুফ বেপারী ছেলে। তিনি পরিবার নিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনী ঘাট এলাকায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, আল আমিন দক্ষিণ ইসলামপুরের আওলাদ হোসেনের রিকশার গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালাত। রাতে মুন্সীগঞ্জের লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে রওনা করে বলে জানায়। এরপর আমরা আর কোনো খোঁজ পাইনি। সকালে শম্ভপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ফোন করে আল আমিনের মরদেহ উদ্ধারের খবর জানান।

অটোরিকশা গ্যারেজের মালিক আওলাদ হোসেন বলেন, রাত ৪টার দিকে মানিক মিয়া ব্রিজ থেকে স্থানীয় কিছু লোক আমাকে ফোন করে সেখানে যেতে বলে। তারা জানায় চারজন লোক অটোচালককে মেরে আমার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাদের আটকের চেষ্টা করলে নদীতে লাফিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button