সংবাদ সারাদেশসারাদেশ

গরু ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ নিয়ে গেল বিএসএফ

সংবাদ চলমান ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে সাবুল আকতার নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

শনিবার সকালে সীমান্তের ৩৮৪ নম্বর পিলার এলাকা থেকে ভারতের ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বারঘরিয়া ক্যাম্পের জওয়ানরা ওই মরদেহ নিয়ে যায়। ঠাকুরগাঁও জেলার এসপি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবুল ওই উপজেলার আমজানখোর ইউপির তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে। তার মরদেহ সীমান্তে পরে থাকার সত্যতা নিশ্চিত করেছেন ৫০ বিজিবির সহ-অধিনায়ক মেজর রাজ মাহমুদ।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে সীমান্তের তারকাঁটার পাশে পড়ে ছিল সাবুলের মরদেহ। দুপুরে বিজিবির চিঠিতে বিএসএফ পতাকা বৈঠকের আগ্রহ দেখায়। পরে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ৩৮৭ নং পিলার এলাকায় পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চাওয়া হয়।

এ বিষয়ে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ জানান, ভারতের পুলিশের কাছে সাবুলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সেখানে ময়নাতদন্তের পর মরদেহ ফেরত দেয়ার কথা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button