সংবাদ সারাদেশ

মিথ্যা মামলা থেকে বাবাকে বাঁচাতে আদালতে ৩ শিশু

সংবাদ চলমান ডেস্কঃ

পরকীয়ার জের ধরে স্ত্রীর করা মিথ্যা মামলা স্বামী রয়েছেন জেলে। তাই জেলখানার চার দেয়ালের মাঝে দিন কাটছে স্বামীর। অপরদিকে পথে পথে ঘুরছে তিন সন্তান। মিথ্যা মামলা থেকে বাবাকে বাঁচাতে দাদাকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হলো তারা।

১২ বছরের মিম, তার ছোট দুই ভাই সোহাগ আর সোহান আদালতে পা রেখেছে তাদের বাবাকে জেল থেকে মুক্তি দিতে। এ যাত্রায় তাদের সহযাত্রী ৮০ বছরের বৃদ্ধ দাদা মোহাম্মদ আলী। শুরু হলো তিন সন্তানের আর একজন বৃদ্ধ বাবার অন্য রকম আইনি লড়াই। প্রিয়জনকে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা তাদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে শিশুদের দাদা বলেন, ওই দুজন মাদরাসায় পড়তেছে। ওদের খরচ আমি চালাতে পারছি না। এখন কোনো উপায় না পেয়ে আমার ছেলের মুক্তির জন্য দুই নাতিকে নিয়ে আদালতে বারান্দায় ঘুরে ফিরি।

পরকীয়ার জের ধরে স্ত্রী আছমা বেগমের করা মিথ্যা মামলায় মো. সোহেল গেল দেড় বছর ধরে কারাগারে। এ মামলায় ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল মেয়ে মিমকে। কিন্তু এবার মিম আর তার ছোট দুই ভাই বাবার নির্দোষিতার কথা জানাতেই আদালতে হাজির হলো।

মেয়ে মিম জানান, আমার বাবাকে ছাড়া ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয়, বাবাকে ছাড়া আমরা এতিম, আমাদের পৃথিবীতে কেউ নাই।

ছেলে সোহাগ জানান, আমি বাবাকে চাই, আর কিছু চাই না।

আসামিপক্ষের আইনজীবী মানঞ্জুরুল ইসলাম সুমন জানান, মায়ের পরকীয়া আসক্তি ধামাচাপা দেয়ার জন্য এই মামলাটি করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার আশা করছি।

আর রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদ হোসেন ঢালী জানান, মামলাটি মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে ১৭ ধারায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button