সংবাদ সারাদেশ

বেপরোয়াগতির বাস কেড়ে নিল শিশু তাফসিয়ার প্রান

আশুগঞ্জ প্রতিনিধিঃ

আজ ২৭ জুন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় তাফসিয়া হোসেন রিপা নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাফসিয়া হোসেন রিপা উপজেলার বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। নিহত রিপা কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এই ব্যপারে নিহত শিশুর বাবা জাকির হোসেন জানান, চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। আমরা কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে স্পিড বেকার চাই। অথবা ওভার পাস তৈরি করে দেয়া হউক। এভাবে আমার মেয়ের মতো আর কোনো শিশুর প্রাণ যেন অকালে না ঝড়ে। ঘাতক বাস চালকের বিচার দাবি করছি। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, আজ দুপুর ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার কামাউড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস স্কুলছাত্রী রিপাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী প্রাণ হারায়।

তিনি আরো জানান, আমরা স্থানীয়দের সহায়তায় ইউনিক পরিবহনের বাসটি আটক করতে সক্ষম হই। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button