সংবাদ সারাদেশ

পাপিয়ার বিরুদ্ধে দুদকের ৬ কোটি টাকার মামলা

সংবাদ চলমান ডেস্ক:

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওয়েস্টিন হোটেলে থাকাকালীন পাপিয়া প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেছেন। এছাড়া হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট এবং চেয়ারম্যান স্যুটসহ ২৫টি কক্ষ ভাড়া নিয়ে খাবার, মদ, স্পা, লন্ড্রি, বারের ব্যয় বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬০ টাকা বিল নগদে পরিশোধ করেন পাপিয়া।

২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সময়ে মাসিক ৫০ হাজার টাকা করে ৩০ লাখ টাকা বাসা ভাড়া দিয়েছেন পাপিয়া।

এছাড়া গাড়ির ব্যবসা বাবদ এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে ২০ লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button