সংবাদ সারাদেশসারাদেশ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ আসাদুল্লাহ আসাদ নামে যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিন ব্যবসায়ী। শনিবার রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউপির সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই এলাকার জজ মিয়ার ছেলে। আহতরা হলেন, রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতেন।

জানা গেছে, শনিবার রাতে মেলা থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল। পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও সঙ্গে থাকা সবকিছু চায় ছিনতাইকারীরা।

দিতে না চাইলে তাদের মারধর ও ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে আসাদ নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরদিকে ছিনতাইকারীদের হামলায় আহত তিন ব্যবসায়ীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

আড়াইহাজার থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসাদ ছিনতাইকারী কিনা তা যাচাই বাছাই চলছে। এ ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button