সংবাদ সারাদেশসারাদেশ

নরসিংদীতে পুনরায় জীবিত হওয়ার আশায় লাশের সঙ্গে বসবাস

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে মৃত্যুর ৬ দিন ধরে খাটের নিচে লাশ রেখে পুনরায় জীবিত হওয়ার আশায় লাশের সঙ্গে বসবাস করছে একটি পরিবার। পুরো পরিবারটি একটি ভন্ড পীরের মুরিদ বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানায়, মনোহরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে স্ত্রী এবং ৪ সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন মোক্তার উদ্দীন তালুকদার। গত (৭ জুন) ভোরে তার স্ত্রী শামীমা সুলতানা নাজমা মারা যান। তিনি নাকি মৃত্যুর আগে তার পরিবারের সবাইকে বলে যায় মৃত্যুর ৩/৪ দিন পর তিনি পুনরায় জীবিত হবেন। পীরে বিশ্বাসী পরিবারটি তার লাশ এই বিশ্বাসে বসত ঘরের খাটের নিচে রেখে খুব স্বাভাবিক ভাবে দিন কাটাচ্ছিলেন। এতে ঘুণাক্ষরেও পাড়া, প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের কেউ এতো বড় ঘটনা আঁচ করতে পারেননি। পরে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। 

পুলিশ গতকাল শনিবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর খাটের নিচ থেকে নাজমা তালুকদারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। সে সময় নাজমার স্বামী মোক্তার উদ্দীন তালুকদার ও তার ৪ মেয়ে ঘরের ভেতরই অবস্থান করছিলেন।

এলাকাবাসীরা আরও জানায়, পরিবারটি সারা দিনই ঘরের দরজা বন্ধ রেখে ভেতরেই অবস্থান করতো। পুরো পরিবারটি একটি শিক্ষিত পরিবার। মোক্তার উদ্দিন তালুকদার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার মেয়ে মাহবুবা তালুকদার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। দীর্ঘদিন যাবত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও রয়েছে। তার প্রতিটি সন্তানই অনার্স-মাস্টার্স পাশ। একটি শিক্ষিত পরিবারের এমন আচরণে এলাকার মানুষ হতভম্ব। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের সবাইকে থানায় নিয়ে গেছে। বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, ওই পরিবারটি একটি পীরের মুরিদ ছিল এবং তারা এলাকার কারো সঙ্গে মিশতো না। বাসায় অবরুদ্ধ অবস্থায় থাকতো। ওই বাড়ি থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে দরজায় ডাক দিলেও কেউ না খোলায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে লাশ বের করা হয়।

মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, পরিবারটি এক পীরের মুরিদ ছিল বলে জানিয়েছে। তারা প্রতিদিন রাত ৩টা থেকে  সকাল ৬টা পর্যন্ত জিকির করতেন। জিকিররত অবস্থায় নাজমার মৃত্যু ঘটে বলে তারা পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট ও পরবর্তী তদন্তে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button