নওগাঁসংবাদ সারাদেশসারাদেশ

নওগাঁর সীমান্তে ভারতীয় ৩ টি গরু আটক

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা সীমান্তে ১৬ বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ টি গরু আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় গরু গুলি আটক করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসিজি জানান, আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির জেসিও-৮৭৭১ সুবেদার আলমগীর হোসেন এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ৪ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোণে এবং সীমান্ত পিলার ২৩১/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহিমের ভাটা নামক স্থানে (জিআর-৪৩২৮১৫ এমএস ৭৮সি/৮) এ্যাম্বুশ করা হয়।

সে সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩ জন চোরাকারবারী তাদের নিকট থাকা ভারতীয় গরু গুলি ছেড়ে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ওই স্থান হতে ভারতীয় ৩টি গরু ক্যাম্পে নিয়ে আসে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা। আটককৃত ভারতীয় গরু গুলি নজিপুর কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button