সংবাদ সারাদেশসারাদেশ

ডিইউজের অনশন কর্মসূচীতে মালিকপক্ষের বাঁধা: বিএমএসএফ’র প্রতিবাদ

সংবাদ চলমান ডেস্ক: এসএটিভিতে গুন্ডা বাহিনী দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনশন কর্মসূচিতে বাঁধা দেয়াসহ সংগঠনের সভাপতি আবু জাফর সূর্য’র ওপর চড়াও হয়ে ধাক্কা দেয় এবং দেখে নেয়ার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, আপনারা টেলিভিশন চালাবেন। বাড়ি গাড়ি অট্টালিকা করবেন। কর্মরত সাংবাদিক স্টাফদের বেতন দেবেন না। ইউনিয়নের নেতারা তাদের পক্ষ হয়ে প্রতিবাদ করলে তাদেরকে অপদস্থ করবেন, এটা কেমন কালচার! একটি সূত্র দাবি করেছে এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

বিএমএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা লাখ লাখ পত্রিকা ছাপেন! অথচ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের বেতন ভাতা দিচ্ছেন না। এটা কোন ধরনের সংস্কৃতি? আমরা সকল মিডিয়ার হাড়ির খবর জানি। আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন ভাতা সুবিধাদি প্রদান

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button