সংবাদ সারাদেশ

চাকরি হলো রিয়াদের জীবনের কাল

সংবাদ চলমান ডেস্কঃ

২৪ নভেম্বর সহকর্মীর দেয়া অকটেনের আগুনে ঝলসে যায় রিয়াদ হোসেনের (১৮) শরীর। হাসপাতালে চারদিন ধরে বেঁচে থাকার প্রাণান্তকর লড়াই চালিয়ে অবশেষে হেরে গেছেন এই তরুণ।

গতকাল শুক্রবার দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, শ্যামপুর জুরাইনের আহমেদ ফিলিং স্টেশনে ৪ নভেম্বর শিক্ষানবিশ অপারেটর হিসেবে চাকরি নেন রিয়াদ। কিন্তু তার কাজে যোগদান কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সহকর্মী ফাহাদ আহমেদ পাভেল। পরে সে-সহ আরো দুইজন মিলে ২৪ নভেম্বর ভোরে রিয়াদের গায়ে প্রথমে অকটেন ঢেলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button