সংবাদ সারাদেশস্লাইডার

করোনার ভাইরাসের প্রভাবে হাটে পানির দামে সবজি বিক্রয়

সংবাদ চলমান ডেস্কঃ

সবার মাঝেই এখন করোনা আতঙ্ক। স্থবির জনজীবন। করোনার কারণে সড়ক ও হাট-বাজারগুলো জনশূন্য। এর প্রভাব পড়েছে বগুড়ার বিভিন্ন পাইকারি সবজির হাটে। সবজি থাকলেও ব্যবসায়ী না আসায় নামমাত্র দামে বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

জেলার পাইকারি হাট-বাজারগুলোতে প্রতি কেজি বেগুন দুই টাকা, মুলা এক টাকা, মিষ্টি কুমড়া সাত টাকা ও মরিচ ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষতির মুখে কৃষকরা।

পণ্য পরিবহন চালকরা জানান, পণ্য পরিবহনে সরকারিভাবে তেমন নিষেধাজ্ঞা না থাকলেও স্থানীয় প্রশাসনের চাপ রয়েছে। এজন্য পাইকাররা আসতে পারছেন না।

এদিকে পাইকারি হাটে কম দামে সবজি বিক্রি হলেও শহরের কাঁচাবাজারে প্রতি কেজি বেগুন ২০ টাকা, মুলা ১০ টাকা, পটল ৫০ টাকা ও কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button