সংবাদ সারাদেশস্লাইডার

এক দিনেই দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত,মৃত্যুর রেকর্ড

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।

বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৩৬১ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪২ লাখ ৫৯ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৮৪৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৬ লাখ ১০ হাজার ২৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button