সংবাদ সারাদেশস্লাইডার

একদিনে ১২২৪ জনের মৃত্যু, আরও বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রে

সংবাদ চলমান ডেস্কঃ

মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গতকাল  ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৭৬ জনে দাঁড়ালো বলে জানা গেছে।

এছাড়া নতুন করে দেশটিতে ৩৩ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ছাড়াল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, দুর্ভাগ্যবশত আরও বহু সংখ্যক মৃত্যু হবে হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, সম্ভবত এটি সবচেয়ে কঠিন সপ্তাহ হবে, এই সপ্তাহ এবং পরের সপ্তাহ।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি জন মানুষের। প্রতিক্ষণে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই মহামারি করোনা ভাইরাস।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button