সংবাদ সারাদেশসারাদেশ

আগামী এক মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি এবং সমমানের পরীক্ষা নকলমুক্ত করতে আগামী এক মাস অর্থাৎ (২৬শে এপ্রিল থেকে ২৩মে পর্যন্ত) সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি এবং সমমানের পরীক্ষা-২৩ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা হলেও করোনার কারণে গত বছরের ন্যায় এ বছরও যথাসময় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি এবং মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোলেমান খান সহ আরো অনেকেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button