লাইফস্টাইল

বইয়ে-ঘুণের উপদ্রব কমাতে যা করবেন

সংবাদ চলমান ডেক্সঃ

বর্ষায় দামি দামি বইয়ে ঘুণ ধরে গেলে রীতিমতো মন খারাপ হয়। আর বর্ষা মানেই ঘুণপোকার বাড়বাড়ন্ত শুরু। তাই ঘুণের উপদ্রব কমাতে কয়েকটি সহজ উপায় মেনে চলতে হবে।

নিয়মিত রোদে শুকান- বইকে রোদ খাওয়ানোর কায়দা বহু দিনের পুরোনো। জামা কাপড় শুকনোর মতোই বইকে নিয়মিত রোদ খাওয়াতে হবে। এতে ঘুণ ধরার আশঙ্কা কমবে অনেকটাই।

নিমপাতা দিয়ে রাখুন- নিমপাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক টেরিয়াল ও অ্যান্টি ভাইরাল গুণ। এই পাতার গুণে সব পোকা পালাবে। তাই বইয়ের ফাঁকে ফাঁকে নিমপাতা দিয়ে রাখতে পারেন। এতে উপকারই হবে।

নিয়মিত বই পরিষ্কার রাখুন- নিয়ম করে বই পরিষ্কার রাখুন। এতে বইয়ের মধ্যে ধুলা জমবে না। একই সঙ্গে এতে ড্যাম্প পড়ার আশঙ্কা কম। তাতে ঘুণ ধরার আশঙ্কাও অনেকটাই কমবে।

ন্যাফথলিন রাখুন– বইয়ের ফাঁকে ন্যাফথলিন রাখলেও দারুণ কাজ হবে। ঘুণপোকা তাড়াতে এই বিশেষ রাসায়নিকে ভরসা করতে পারেন। ন্যাফথলিনের তীব্র গন্ধে পোকা মাকড় এমনিই দূর হয়ে যাবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button