রাজশাহীর পবা হাটের টেন্ডার নিয়ে ককটেল বিস্ফোরণ-সাংবাদিকদের উপর হামলা
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পবায় হাট ইজারা নিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ টেন্ডার জমার নির্ধারিত দিনে এমন আতংক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ।
আজ সোমবার দুপুরে খড়খড়ি হাট ইজারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। আজ সোমবার ছিলো দরপত্র দাখিলের শেষ দিন।
হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।
এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে থাকার খবর দিলে সেই বাক্সটি খালি উদ্ধার করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মচারীরা।
তিনি সংবাদ চলমানকে জানান বাক্সের এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। তিনি আরো বলেন সব লুট হয়েছে। এ
ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সুত্র বলেন এই ঘটনা জেলা প্রশাসকের নিকট অভিযোগ হিসেবে এসেছে আগামী দুই একদিনের মধ্যে এই ঘটনা সমাধান করা হবে।
জানা গেছে এই হামলার ঘটনার সময় রাজশাহীর একজন সংবাদ কর্মী ভিডিও ধারণ করতে গেলে তাকে বেধড়ক মারধরকরে তার ফোন কেড়ে নিয়েছেন হামলা কারিরা। আহত সাংবাদিক জানান তিনি ভিডিও করতে গেলে তার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।



