সংবাদ সারাদেশসারাদেশ

কোস্টগার্ডের জালে তিন মাদক পাচারকারী

সংবাদ চলমান ডেস্ক: বাণিজ্যিক জাহাজে করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের চেষ্টা করে সফল হতে পারেনি মাদক ব্যবসায়ীরা। বিয়ার, হুইস্কি ও ইয়াবাসহ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফের জালে আটক হয়েছে ৩ মাদক পাচারকারী। বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড। এরা হলো- পাইপুতুন (৩৭), কামাল হোসেন (৩০) ও  সাইফুল (৩২)।

শুক্রবার কোস্টগার্ড  সদর দফতরের লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে টেকনাফ স্থলবন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে মাদক পাচারের সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৮৬৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন বিকেলে বিসিজি স্টেশন হাতিয়া চর কিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বুদওয়ালা এলাকায় অভিযান চালিয়ে ১৬১ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button