রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

দোকান ভাড়া না দেওয়ায় পিটিয়ে আহত করলেন দোকান মালিক

ষ্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে দোকান ভাড়া না দেওয়ায় পিটিয়ে আহত করেছেন এমন অভিযোগ উঠেছে রোকেয়া বেগম নামে এক দোকান মালিকের বিরুদ্ধে।

এঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় এলাকায়। ভুক্তভোগীর বাড়ি নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকায়। দেশে যখন ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন সেই অবস্থায় দোকান ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে দোকান মালিক রোকেয়া বেগম।  দোকান মালিক বলেন, ভাড়া না দিতে পারলে দোকান ঘর ছেরে দিন। দোকান ভাড়াটিয়া ফারুক বলেন দেশের এই ক্রান্তিলগ্নে কয়েকদিন থেমে ভাড়াটা নিন, এ কথা বলায় দোকান মালিক ক্ষিপ্ত হয়ে দোকান মালিক এবং সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান খলিল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দোকান ভাড়াটিয়া ফারুক আহমেদকে পিটিয়েছে এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে।

এসময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মোটর সাইকেল ভাঙচুর করে। ভদ্রা মোড় সাবেক কাউন্সিলর খলিলের চেম্বারের পাশে এই ঘটনার অভিযুক্তরা হলেন ১.সিটু- পিতা মনোয়ার বাঙ্গাল ২. নাফিম- পিতা খলিলুর রহমান ৩.নিথুন -পিতা খলিলুর রহমান ৪. রোকেয়া বেগম- পিতামোয়াজ্জেম হোসেন।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় যোগাযোগ করলে থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির বলেন, বিষয়টি আমার জানা নাই, আমি আপনার কাছে শুনলাম তবে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button