গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ১৫টি ইউনিয়নে ৮টিতে নৌকা ৬টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই উপজেলার ১৫টিতে নৌকার ৯ প্রার্থী ও বিদ্রোহী ৬ প্রার্থী নির্বাচিত হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীর নয়টি ইউনিয়নের চারটিতে নৌকা প্রার্থী ও চারটিতে বিদ্রোহীরা জয়লাভ করেছেন।

একটি ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে গোগাগাড়ি উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন। এ ছাড়া তানোরে ৪ টিতে নৌকার প্রার্থী ও দুইটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। রাত সাড়ে ১১টার সময় উপজেলার নির্বাচন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গোদাগাড়ী উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগের মাসুদুল গণি মাসুদ। মোহনপুর ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম। পাকড়ী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জালাল উদ্দীন মাস্টার। দেওপাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বেলাল উদ্দীন সোহেল। গো গ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মজিবর রহমান নৌকা প্রার্থী নিয়ে জয়ী হয়েছেন।

এ ছাড়াও রিশিকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা মোখলেসুর রহমান। মাটিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী সোহেল রানা। বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী তালা প্রতীকের মো. উজ্জ্বল ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের আব্দুল হান্নানের ভোট গণনায় তালা প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় অপর প্রার্থীরা মেনে না নেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এজন্য সে ইউনিয়নে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে। এদিকে তানোর উপজেলায় সাতটি ইউনিয়ন নির্বাচনে ছয়টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বাকি একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী- ছয়টির মধ্যে চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। দুই ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা জয়লাভ করেছেন।

কলমা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) চশমা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা খাদেমুন্নবী বাবু চৌধুরী। বাধাইড় ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বিজয়ী হয়েছেন। পাঁচন্দর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আবদুুল মতিন বিজয়ী হয়েছেন।

তালন্দ ইউপিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহ) আনারস প্রতীকে নাজিম উদ্দীন বাবু বিজয়ী হয়েছেন। কামারগাঁ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ বিজয়ী হয়েছেন। চান্দুড়িয়া ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান।তবে এবার ২য় ধাপের নির্বাচনে সব থেকে বিদ্রোহী প্রার্থী বেশি নির্বাচিত হয়েছেন।

অনুসন্ধানে জানাযায়, গোগাগাড়ির দুইটি ইউনিয়নে দুইজন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতাসহ বর্তমান আয়ের উৎস নিয়ে স্থানিয়রা কানাঘষা করছেন। গোগাগাড়ি অঞ্চলের বড় ধরনের মাদক সম্রাট হিসেবে তারা পরিচিত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button