রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে হাম-রুবেলার টিকা পাবে ৪ লাখ ৭ হাজারের বেশি শিশু

স্টাফ রিপোর্টারঃ

৪ লাখ ৭ হাজার ২১৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাজশাহীতে। দেশব্যাপি ৬ সপ্তাহে ৩ কোটি ৩৯ লাখ শিশুকে টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

গতকাল বৃহস্পতবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সিভিল সার্জন অফিস ডেপুটি সিভিল ডা. রাজিবুল হক এ তথ্য জানান।

সাংবাদিক অবহিতকরণ সভায় জানানো হয়- আগামিকাল শনিবার থেকে রাজশাহীতে শুরু হবে হাম-রুবেলা ক্যাম্পেইন। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি ওয়ার্ডে শিশুদের টিকা দেয়ার জন্য একটি করে বুথ খোলা হবে। এতে ৬ হাজার ভ্যাক্সিলেটর, ৭৯৬ জন কর্মী এবং ১ হাজার ৭৫২ জন ভলেন্টিয়ার কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের ডিজিজ কন্ট্রোল অফিসার খুরশিদুল ইসলাম, ডাব্লু এইচও মাহবুবুর রহমান ও রাজশাহী জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট নূর মোহাম্মদ প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button