রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ডাব ব্যবসায়ীকে জরিমানা করলেন ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে ডেঙ্গুর অজুহাতে দিয়ে ডাবের দাম এখন আকাশ ছোঁয়া। তবে কোনো কারণ ছাড়াই ইচ্ছে মতো দাম বাড়ানোর কারনে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার এলাকার খুচরা দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অভিযানের সময় ৪জন ব্যবসায়ীকে ডাবের দাম বেশি রাখা এবং তাদের দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এ সময় বাজারের অন্য খুচরা ডাব ব্যবসায়ীদেরও দাম বেশি না নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। এছাড়া ডাব ব্যবসার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বিক্রি রসিদ রাখা এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য পাকা চালান রাখার নির্দেশ দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আরো জানান, দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহীর ডাবের বাজারে অসাধু খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকি মূলক এমন অভিযান চলমান থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button