রাজশাহীরাজশাহী সংবাদ

নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ০৮ জামায়াত-শিবির কর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ০৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করে।
গত ২৬ মার্চ ২০২১ সন্ধ্যা  ৬.০০ টায় রাজপাড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় জামাত-শিবির কর্মী রাজপাড়া থানার ডিংগাডোবা ব্যাংক কলোনী মোজাম্মেলের ঢালান এলাকায় দেশকে অশান্ত করার লক্ষে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছিলে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পালানোর সময় সেখান হতে আসামী মোঃ শিহাব উদ্দিন (৩২), পিতা-জিয়ারুল ইসলাম, মাতা-সাকেরা বেগম, সাং-বিরইল, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, এ/পি সাং-আলীগঞ্জ আলীর মোড় (আকসা নগর), থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীকে গ্রেফতার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নাশকতার মামলা রুজু হয়।
মামলা রুজুর পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ে নির্দেশনায় এসআই মোঃ সজীবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২৭ মার্চ ২০২১ সন্ধ্যা ০৭.৪৫ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মোঃ আসিফ করিম (২০), মোল্লাপাড়া গ্রামের মোঃ আলতাফ হোসেন হিরার ছেলে মোঃ মোঃ পারভেজ (১৮), বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ গ্রামের মৃত মুশফিকুর রহমানের ছেলে মোঃ ফারহান ইসরাক (২৭), শাহমখদুম থানার বড় বনগ্রামের মোঃ কাউয়ুমের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৬), মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ আঃ রহিম (২০), রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের মোঃ তাহাজুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২১)-কে গ্রেফতার করেন।
এর পূর্বে পবা থানার বাগধানী বসন্তপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(২১)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button