রাজশাহীরাজশাহী সংবাদ

বিপর্যয়ে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা লেনদেনও।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের দুটি ডেটা সেন্টারের মধ্যে সংযোগকারী ফাইবার অপটিক্যাল কেবল বিচ্ছিন্ন হয়েছে। এজন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরও মাইক্রোসফট ও ভিএমওয়্যার- এ দুইটি প্রযুক্তি টিম সমস্যা সমাধানে কাজ করছে।

তিনি আরো বলেন, বন্ধ হওয়া দুটি সার্ভিসে দৈনিক গড়ে ১৩ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে। তবে দুটি সার্ভিসের সমস্যা সমাধানের নির্দিষ্ট সময় বলতে পারেননি এ ব্যাংক কর্মকর্তা।

এ দিকে বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button