রাজশাহী

বগুড়ার মেলায় উঠলো ৭২ কেজির বাঘাইড় মাছ

বগুড়ার সংবাদদাতা: বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহের বউ মেলায় ৭২ কেজির বাঘাইড় মাছ উঠেছে। আর মাছটির দাম হাঁকা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। বুধবার সকাল থেকে মাছটি দেখতে মেলায় ভিড় করছেন উৎসুক মানুষ।

ব্যবসায়ী বিপ্লব জানান, মইনুল ইসলাম নামের এক জেলের কাছ থেকে তিন মাস আগে বাঘাইড় মাছটি কেনেন তিনি। মাছটি কিনে এতদিন চৌবাচ্চায় বিশেষ ব্যবস্থায় জীবিত রাখা হয়।

এ মেলায় বিশাল আকৃতির রুই, কাতলা, ব্রিগেড, বাঘাইড়সহ বিভিন্ন ধরনের মাছ আনেন ব্যবসায়ীরা। এ মেলায় সবচেয়ে বেশি ‘বাঘাইড়’ মাছ বিক্রি হয়। মেলাটিতে দুই মণ থেকে আড়াই মণ ওজনের বাঘাইড় পাওয়া যায়। এছাড়া এখানে পাওয়া যায় ১৫ থেকে ২০ কেজি ওজনের রুই, কাতলা, পাঙ্গাস মাছ। এবার ১২ কেজি ওজনের কাতলা মাছের দাম প্রতি কেজির মূল্য ৭০০ টাকা হাঁকা হয়েছে। ১৫ কেজি ওজনের সিলভার কার্প প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

মেলার পরিচালক স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মেলাটি যথাযথভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে শিশুদের খেলার জন্য নাগরদোলা, চরকি, সার্কাস, জাদুখেলা, মোটরসাইকেল রাখা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button