রাজশাহীরাজশাহী সংবাদ

এবার রামেক হাসপাতাল থেকে ৩ দিনের নবজাতক চুরি নিয়ে তোলপাড়

নুরজামাল ইসলামঃ

রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে এই নিয়ে চলছে আলোচনার ঝড়। নবজাতকের মায়ের নাম শিল্পী খাতুন (২৮)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাসিন্দা।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রামেকের ২৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেড থেকে অপরিচিত এক নারী এই নবজাতকটি চুরি করে নিয়ে যান বলে জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মাহবুব ইসলাম।

তিনি সংবাদ চলমান কে জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে কঠোর ভাবে। সেই সঙ্গে মেডিকেলে থাকা সিসি ক্যামেরা অনুসরন করে অপরাধীকে দ্রুত শনাক্ত করার ব্যবস্থা চলছে বলেও জানিয়েছেন রামেক হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ।

১৭ নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আফসানা খানম অনু বলেন, কয়েকদিন যাবত এক অপরিচিত নারী শিশুটির মায়ের কাছে ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শুনি তিনি সেই বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ও রামেক প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। তিনি বলেন  যতদূর শুনেছি এ বিষয়ে রামেক কর্তৃপক্ষ থানাকেও অবহিতও করেছেন এবং খোজ খবর চলছে।

নবজাতকের এক আপন জন জানান, শিল্পীর বাচ্চা হয়েছে তিন দিন আগে। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে সে আবার ঘুমিয়ে পড়ে। এক ঘণ্টা পর উঠে দেখে বাচ্চা নেই। সকাল সাড়ে ৯টার দিকের ঘটনা এটি।

তিনি আরও বলেন, তিন দিন ধরে এক অপরিচিত নারী আমাদের পাশেই ছিল। নগরীর তালাইমারি সেই নারীর বাড়ি বলে জানান তিনি। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল সে। বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে আলাপ করেছিলেন। কিন্তু আজ শুক্রবার সকালে শিল্পীকে ঘুমাতে দেখে আর আমরা না থাকায় হয়ত সেই নারী বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন।

এই বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নবজাতক শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। তিনি বলেন আমরা আপাতত রামেকের সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টায় রয়েছি। নগরীর সকল স্থানে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান সাংবাদিকদের। শুক্রবারে ঘটে যাওয়া এমন দুর্ঘটনা নিয়ে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড সহ অনেক স্থানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button