নওগাঁরাজশাহীরাজশাহী সংবাদ

উৎসাহ উদ্দীপনায় রাজশাহী মডেল প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকালে রাজশাহী মডেল প্রেসক্লাব থেকে নওগাঁর বৌদ্ধ বিহার পাহাড়পুরে এই আনন্দ ভবনে যান রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

রাজশাহী মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক অধিকারের রাজশাহী প্রতিনিধি  রাফিকুর রহমান লালু , সাধারণ সম্পাদক  সংবাদ চলমানের সম্পাদক পল্লী টিভির ইমদাদুল হক, সিনিয়র সহ সভাপতি  ভোরের সময়ের রাজশাহী ব্যুরো শফিকুল ইসলাম, সহ সভাপতি  পল্লী টিভির ক্যামেরা পার্সন  নুরজামাল ইসলাম, সহ সভাপতি আইনবার্তার বাবর মোল্লা, বাংলাদেশ কন্ঠের সোহাগ আলী, দৈনিক সানশাইনের ফায়সাল আহম্মেদ রাতুল, ভোরের চেতনার রেজাউল করিম, এশিয়ান টিভির বারিউল আলম শান্ত, দৈনিক সংবাদ আনন্দ টিভির কাজি কামাল হোসেন, ভোরের সময়ের মমিন ওয়াহীদ হীরো, দৈনিক দেশ সেবার হুমায়ুন কবির, ভোরের চেতনার হাসিবুল হাসান, সংবাদ চলমানের মতিউর রহমান, বাংলাদেশ কন্ঠের কর্মাশিয়াল প্রতিনিধি সোহেল, মেহেদী হাসান, সাংবাদিক রাসেদুল ইসলাম, সাংবাদিক মমিন, সাংবাদিক রফিকুল ইসলাম,সহ সাংবাদিকদের পরিবারের সদস্যরা এই অনন্দময় বনভোজনে অংশনেন।

৬০ সদস্যের এই বনভোজনে ছোটদের খেলাধুলা, ছড়া কবিতা আবৃতি,গান বাজনা সহ নানা বিনোদনের  আয়োজনে দিন শেষে বিজয়ীদের মাঝে  পুরুস্কার বিতরণ করেন রাজশাহী মডেল প্রেসক্লাব। সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইমদাদুল হক।

ভারপ্রাপ্ত সভাপতি রাফিকুর রহমান লালু তার বক্তব্যে শিক্ষনীয় বিষয় নিয়ে কথা বলেন। মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলামের  সঞ্চালনায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মমিন ওয়াহীদ হীরো, ফায়সাল আহম্মেদ রাতুল রাসেদুল ইসলাম বাবর মোল্লা সহ অনেকেই। পরিশেষে প্রতিবছর যেন এমন মহৎ উদোগে সকলেই একত্রিত হয়ে এমন বিনোদনে অংশ গ্রহণ করা যায় সেই প্রত্যাশা কামনা করেন মডেল প্রেসক্লাব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button