বাগমারারাজশাহীস্লাইডার

উত্তর অঞ্চলে ভয়ানক রুপ নিয়েছে বাগমারা উপজেলার ইটভাটা

 

 

স্টাফ রিপোটারঃএই যেন মগের মুল্লুক রুপে ভয়ংকর রুপ নিয়েছে বাগমারা উপজেলার ইটভাটা গুলো। দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এমন সব ইটভাটা আর তাদের মালিকদের ভিন্ন চিত্র। উপজেলার হাটগাংগো পাড়া, মচমইল শিকদারি বাজার সহ বেশ কিছু অঞ্চলে চলছে মালিক বিহীন ইটভাটা

এই যেন আরবের দেশের চলন শুধু ইট বিক্রি হচ্ছে, কে এই ভাটার মালিক সেটিও জানা অসম্ভব হয়ে পড়েছে কিছু ইটভাটায়। রাজশাহী শহরের বালিয়া পুকুর এলাকার বাবু নামের মালিকানা ধীন ইট ভাটায় চলছে শিশু শ্রমিক দিয়ে কাজ ও জালানি হিসেবে তারা বেছে নিয়েছে বিভিন্ন কাঠের খড়ি। সেই ভাটার ম্যানেজার নিজেই স্বীকার করেছেন তাদের ইটভাটার কোন প্রকার বৈধতা নেই

মাদারিগঞ্জ বাজারের বড় ব্রিজ সংলগ্ন ইটভাটার একই অবস্থা তিনিও চলেন হাওয়ার উপরে কেউ জানতে আসলেই সটকে পড়েন অথবা ইটভাটা মালিক সমিতির কথিত সভাপতির সাথে দেখা করতে বলেন। তবে হাটগাংগো পাড়া এলাকার কিছু ইটভাটার উপরের চিমনি ও ভাগ্যে জোটেনি, তারা ফুট পথের দোকানের মত করে ইট তৈরির পসরা বসিয়েছে যা অনেকটাই হাস্যকর ঘটনার মত, উপরে সামান্য টিন দিয়ে উচু করে তৈরি করছে ইট পোড়ানোর কাজ পরিবেশ ফায়ার সার্ভিস সহ বৈধ কাগজ পত্র সমন্ধে কিছুই জানেনা তারা শুধু জানে নির্ধারিত কিছু জায়গায় মাসোহারা দিলেই ইট তৈরি করা যায়

বাগমারা উপজেলার কিছু প্রত্যান্ত অঞ্চলের ইটভাটা দেখলে মনে হবে যেন দেশে সামরিক আইন চলছে, দেখভাল করার জন্য সরকারের কোন কর্মকর্তা রয়েছে কিনা,এটি এখন প্রশ্ন বিদ্ধ।এই নিয়ে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন ইটভাটার কালো ধোয়া পরিবেশের জন্য সব থেকে ভয়াবাহ, তিনি বলেন বিভিন্ন রোগ সহ পরিবেশের ভারসম্য নস্ট করে এই ধোয়া, তিনি আরো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সকল দেখভাল করার দ্বায়ীত্বে রয়েছেন। জানতে চেয়ে মুঠো ফোনে ফোন করে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে না পাওয়ায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button