রাজশাহীরাজশাহী সংবাদ

আরএমপির ৪ টি বিভাগে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৪ টি বিভাগের সাথে সংশ্লিষ্ট থানার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ স্বাক্ষরিত হয় ।

আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩ জুন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি ক্রাইম বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা এর সংশ্লিষ্ট থানার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয় ।

এ চুক্তিতে সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন থানার কৌশলগত উদ্দেশ্যে সমূহ, এ সকল কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এ সকল কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রা সমূহ উল্লেখ রয়েছে। বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার জনাব (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন বোয়ালিয়া মডেল থানা, রাজপাড়া থানা ও চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা ১২.৩০ ঘটিকায় চুক্তি স্বাক্ষর করেন এবং মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার জনাব বিভূতি ভুষণ ব্যানার্জী মতিহার থানা, কাটাখালি থানা ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা ১২.৩০ ঘটিকায় চুক্তি স্বাক্ষর করেন ।

শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম শাহমখদুম থানা, এয়ারপোর্ট থানা ও পবা থানার অফিসার ইনচার্জদের সাথে দুপুর ২.০০ টায় ঘটিকায় চুক্তি স্বাক্ষর করেন এবং কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মোঃ মনিরুল ইসলাম কাশিয়াডাঙ্গা থানা, কর্ণহার থানা ও দামকুড়া থানার অফিসার ইনচার্জদের সাথে বেলা ১২.৩০ ঘটিকায় চুক্তি স্বাক্ষর করেন ।

সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button