সংবাদ সারাদেশ

শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি

সংবাদ চলমান ডেস্কঃ

শপথ নেওয়ার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান।

আজ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বিচারপতি নাজমুল আহাসান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিলো বিগত মাসে। নাজমুল আহাসান বাদে নিয়োগ পাওয়া অন্য তিন বিচারপতি ঐদিনই শপথ নেন। করোনায় আক্রান্ত হওয়ায় নাজমুল আহাসান ঐদিন শপথ নিতে পারেননি।

এদিকে নাজমুল আহাসানের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নিজের শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button