পুঠিয়ারাজশাহী সংবাদ

শিবপুরে যাত্রীবাহী বাসও ট্রাক ভাংচুর আটক-১

বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দল গুলোর ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে যাত্রীবাহি বাস এবং ‍দুইটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে পুঠিয়া উপজেলার শিবপুরে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা ধাওয়া করলে পালিয়ে যায় অবরোধ কারীরা। তবে তাদের মধ্যে সজল নামে এক জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েক জন যুবক মোটরসাইকেলে এসে শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এবং তারা যাত্রীবাহী বাস এবং দুইটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা ধাওয়া দিলে অবরোধ কারীরা পালিয়ে যাওয়ার সময় সজল নামে এক জনকে আটক করে পুলিশে দেন। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। এসময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং বাসে থাকা ছোট শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ,পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button