রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ২ লক্ষ পরিবার পাবে টিসিবি পণ্য

নিজস্ব প্রতিবেদকঃ

সুলভ মূল্যে টিসিবির পণ্য সামগ্রী পাবেন রাজশাহী জেলার দুই লক্ষ পরিবার। আজ শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংএ এমন তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।সামনে পবিত্র রমজান উপলক্ষে কাল রবিবার (২০ মার্চ) থেকে সুলভ মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এই কার্যক্রমে প্রত্যেক পরিবার রোজার আগে ও পরে দু’দফায় ৫০ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা পাবেন।

তিনি আরও বলেন , নির্ধারিত মানদন্ডের (নিম্ন আয়ের মানুষ) ভিত্তিতে উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে একটি তালিকা প্রণয়ন করে টিসিবি’র পণ্যসামগ্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে। বর্তমান সরকার দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণে এই কার্যক্রম চালু করতে যাচ্ছে। সরকারের প্রদত্ত এই সুফল উপকারভোগী পরিবারে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী প্রমূখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button