দূর্গাপুররাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

প্রতিহিংসার বলি হলেন দুর্গাপুরের জিয়াউর

কোটা বিরোধী আন্দোলন ঘিরে জামাত বি এনপির তান্ডবের ঘটনা নিয়ে প্রতিহিংসার রষানলে পড়ে ভোগান্তিতে পড়েছেন জিয়াউরের পরিবার। ষড়ন্ত্র মুলক মামলায় ফেঁসে গেলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওর কুড়ি গ্রামের জেকের আলীর ছেলে জিয়াউর রহমান।

জানা গেছে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্যে হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেন জিয়াউর রহমান। আর এর পরেই তার উপর শুরু হয় স্থানিয় প্রতিহিংসার রাজনীতি। দীর্ঘ সময় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে ব্যার্থ হয়ে এবার কোটা বিরোধী আন্দোলনকে হাতিয়ার বানিয়ে ব্যবসায়ি জিয়াউর রহমানকে হয়রানি করতে মরিয়া সেই কু চক্র মহলের সদস্যরা।

দুর্গাপুর থানা পুলিশের একটি সুত্র বলছে কোটা বিরোধী আন্দোলন ঘিরে জামাত বি এনপির সদস্যরা কৌশলে প্রবেশ করে যে তান্ডব চালিয়েছে তারই জের ধরে বিভিন্ন স্থানে অভিযান চলছে সেই অভিযান পরিচালনার সময় জিয়াউর রহমান নামের ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ রয়েছে কিনা সেই বিষয় খতিতে দেখা হচ্ছে। সে একজন মৎস ব্যবসায়ি ও দোকান ব্যবসায়ি বলেও নিশ্চিত করেছেন পুলিশ।

স্থানিয়দের বরাত দিয়ে জানা যায় জিয়াউর রহমান এলাকার সাধারণ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে নানা ধরনের সেবা মুলক কাজ করেছেন বিভিন্ন সময়। তিনি কোন ধরনের অনিয়মের সাথে কখনো জড়িয়েছেন এমন কোন তথ্য নেই স্থানিয়দের নিকট। জিয়াউর রহমানের একজন ঘনিষ্ঠজন জানান কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সাড়া পেয়েছিলেন। এর পরেই শুরু হয় তাকে নিয়ে নানা ষড়যন্ত্র। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন ঘিরে এমন নিরীহ ব্যক্তিকে হয়রানির শিকার হতে হল।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক পদধারী নেতা কর্মীদের সাথে কথা বলে জানাযায় জিয়াউর রহমানকে তারা কখনো সরকার বিরোধী কর্মকান্ডে দেখেনি। সরকার দলের নেতাকর্মীরা তাকে ব্যবসায়ী হিসেবেই চেনেন। জিয়াউর রহমানের হয়রানির বিষয় নিয়ে সরকারি দলের নেতা কর্মীরাও দুঃখ প্রকাশ করেছেন। তাকে আটকের বিষয় নিয়ে কারো কোন প্রকার ইন্ধন আছে কিনা সেই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে রাজি নয়।

আওয়ামী লীগের একজন জেলার পদধারী নেতা জানান নিরীহ কোন ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেই বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানকে আটক ঘিরে সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই বলছেন যারা প্রকৃত তালিকা ভুক্ত অভিযুক্ত তারা এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে। দুর্গাপুর থানার এজাহারে নাম থাকা ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরছেন এখনো তারা আইনের আওতায় আসেনি। কিন্তু একজন নিরহ ব্যক্তি আটকের ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের মাঝে। স্থানিয়রা জানান একজন নিরহ ব্যক্তি হাজত বাস করায় তার পরিবার মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে। এমন ষড়যন্ত্র মুলক মামলা থেকে তাকে অব্যহতি দিতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি করেছেন আটককৃত জিয়াউর রহমানের পরিবার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button