রাজশাহী সংবাদ

নতুন বছরের শুরুতেই বাড়ি পাবে রাজশাহীর ৬৭৭০ পরিবার

স্টাফ রিপোর্টারঃ

নতুন বছরের শুরুতেই মুজিববর্ষের উপহার হিসেবে বাড়ি পাবে রাজশাহীর ছয় হাজার ৭৭০টি পরিবার। দুই রুমবিশিষ্ট সেমি-পাকা প্রতিটি বাড়ির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

১৯ অক্টোবর মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য উপকারভোগী নির্বাচন এবং গৃহ নির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সভায় ৫৯ হাজার ৮০৩ পরিবারকে বাড়ি বুঝিয়ে দেয়ার জন্য ১৫ জানুয়ারির মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে ২০ হাজার ৩৭৩টি বাড়ি নির্মাণে দায়িত্ব দেয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কর্মসূচিকে। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৪৮ কোটি ৩৭ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১৪ হাজার ৮৯২টি বাড়ি নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-দ্বিতীয় পর্যায় প্রকল্পকে। এক্ষেত্রে বরাদ্দ দেয়া হয়েছে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা।

সারাদেশে এক হাজার ২২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৫৯ হাজার ৮০৩টি বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বাড়িতে টিনসেট দুটো রুম, একটি রান্নাঘর এবং রুমের পেছনে শৌচাগার থাকবে। এছাড়া শৌচাগার ও রান্নাঘরের মাঝামাঝি কিছুটা খোলা জায়গা ও সামনের দিকে বারান্দা থাকবে। বাড়ির মেঝে ও দেয়াল হবে পাকা বলে জানা বলে গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button