বিনোদন

১৩ বছর পর ঢাকায় গাইবেন কবীর সুমন

বিনোদন ডেস্কঃ

কবীর সুমন শেষবারের মতো বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ১৩ বছর পর আবার ঢাকার মঞ্চে গাইতে যাচ্ছেন কলকাতার বাংলা গানের নন্দিত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কবীর সুমন।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘করিব সুমন লাইভ ইন ঢাকা ২০২২’ শিরোনামে ১৫ অক্টোবর থেকে তিনদিন সংগীত উৎসবে সামিল হবেন এই সংগীতজ্ঞ ।আয়োজনটি করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট।

প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার ফুয়াদ বিন ওমর বলেন, আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। টিকিট এখনো ছাড়া হয়নি। সপ্তাহখানেকের মধ্যেই ছাড়া হবে। ১৫ অক্টোবর আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে সুমন গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন গাইবেন তার লেখা আধুনিক বাংলা খেয়াল, আর ২১ অক্টোবর আবার আধুনিক বাংলা গান গাইবেন সুমন।

তিনি বলেন, এ অনুষ্ঠান বিদেশ থেকেও দেখার ব্যবস্থা করা হবে। অনলাইনে নির্দিষ্ট পরিমাণের অর্থ দিয়ে দেখা যাবে এ অনুষ্ঠান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button